সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কোম্পানীগঞ্জে বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জে বিভিন্ন এতিমখানায় দুম্বার মাংস বিতরণ 

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো উপহার দুম্বার মাংস বিতরণ করা হয়। 

রোববার (৮ ডিসেম্বর) ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে ৩০ কেজি করে এসব উপহার তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন। ইউএনওর সিএ হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

টিএইচ